তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সিআরপিএফকে ‘ঘেরাও’ মন্তব্যের পাল্টা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শুক্রবার তিনি দাবি করেন বাহিনী নিয়ে মমতা যা মন্তব্য করেছেন তার থেকে তাঁর হতাশা স্পষ্ট।
মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় দফা নির্বাচনের দিন থেকেই অনবরত কেন্দ্রীয় বাহিনীর উপরে অভিযোগ এনেছেন। দাবি করেছেন, কেন্দ্রীয় বাহিনী মানুষকে বিজেপিতে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছে।
প্রসঙ্গত, বুধবার কোচবিহারের নির্বাচনী সভা থেকে মমতা বলেন, “সিআরপিএফ যদি অশান্তি করে মহিলারা এগিয়ে আসুন, সিআরপিএফ-কে রুখে দিন। বিজেপির চক্রান্ত ব্যর্থ করে দিন।” এই মন্তব্যকেই উস্কানিমূলক বলে দাবি করেছে গেরুয়া শিবির। এই মন্তব্যের জন্যই মমতাকে ফের নোটিশ পাঠায় নির্বাচন কমিশন।
শুক্রবার কলকাতায় সাংবাদিক বৈঠকে এই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে অমিত শাহ বলেন, “বাহিনী নিয়ে মমতার মন্তব্য থেকে হতাশা স্পষ্ট। রাজনৈতিক জীবনে কখনও এমন বক্তব্য শুনিনি। কোনও মুখ্যমন্ত্রী এধরনের কথা বলতে পারেন না।”
শাহ আরও দাবি করেন যে, মমতার এই মন্তব্য মানুষকে উস্কানি দিচ্ছে এবং অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে।
অমিত শাহ বলেন, “শান্তিপূর্ণ ভোট হোক, চান না মমতা। সিআরপিএফ এখন স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে নয়। ভোটের সময় সিআরপিএফ কমিশনের অধীনে। হার নিশ্চিত বুঝেই বাহিনীকে আক্রমণ মমতার।”
এদিন সাংবাদিক বৈঠকে আরও একগুচ্ছ প্রতিশ্রুতি দেন অমিত শাহ।
Be the first to comment