আট দফার বঙ্গ-ভোটের তিন দফা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ৷ ওই তিনটি দফাতেই বিভিন্ন জায়গা থেকে হিংসার ছবি সামনে এসেছে ৷ কোথাও কোথাও আক্রান্ত হয়েছেন প্রার্থীরাও ৷
যদিও এই বিষয়টিকে বড় করে দেখতে নারাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির হেভিওয়েট নেতা অমিত শাহ ৷ তাঁর কথায়, বিজেপির সর্বভারতীয় সভাপতি থাকার সময় তিনি বাংলার তিনটি নির্বাচন খুব কাছ থেকে দেখেছেন ৷ সেই হিসেবে প্রথম তিন দফায় তেমন কোনও হিংসা হয়নি বলে তাঁর মনে হয়েছে ৷
তবে তিনি যেটুকু হিংসা হয়েছে, তার সমালোচনা করেছেন ৷ আর নির্বাচন কমিশনের কাছে তাঁর আবেদন যে এই ধরনের হিংসা যাতে আগামী দফাগুলিতে না হয়, তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হোক ৷
একই সঙ্গে তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হিংসা নিয়ে সবচেয়ে বেশি সরব ৷ কারণ, তাঁরা যে হারছেন, সেটা তাঁরা বুঝতে পেরেছেন ৷ তাই ২ মে হারের জন্য কী কী অজুহাত সাজাবেন, সেই যুক্তি এখন থেকে সাজিয়ে রাখছেন ৷
এদিন অমিত শাহ আবার দাবি করেছেন যে প্রথম তিন দফাতেই বাংলার মানুষের অপ্রত্যাশিত সমর্থন পেয়েছে বিজেপি ৷ এই তিন দফাতেই ৬৩-৬৮ টি আসনে জিততে চলেছে বিজেপি ৷ তাই তৃণমূল নেতাদের ভাষণে হতাশা স্পষ্ট হয়ে উঠছে ৷
তবে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হামলা ও ভবানীপুরে দলের কার্যকর্তাদের উপর হামলার ঘটনার সমালোচনা করেছিন বিজেপির এই হেভিওয়েট নেতা ৷
Be the first to comment