কলকাতাকে সিটি অফ ফিউচার হিসেবে গড়ে তুলবে বিজেপিঃ অমিত শাহ

Spread the love

বাংলা ও বাংলার সংস্কৃতির জন্য ভারতীয় জনতা পার্টি ঠিক কী কী করতে চায়, তাদের ‘সংকল্প পত্র’-এ ৷ শুক্রবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে সেই বিষয়গুলিকে আবার তুলে ধরলেন অমিত শাহ ৷ আর সেখানেই তিনি জানালেন যে কলকাতা তো সিটি অফ জয় থাকবেই ৷ তার সঙ্গে কলকাতাকে সিটি অফ ফিউচার হিসেবে গড়ে তুলবে বিজেপি ৷

অমিত শাহের দাবি, এক সময় সিঙ্গাপুর শহরের মডেল ছিল কলকাতা ৷ কলকাতাকে সিটি অফ ফিউচার হিসেবে গড়ে তোলা হবে ৷ এর জন্য ২২ হাজার কোটি টাকার ফান্ড করা হবে ৷

একই সঙ্গে তিনি জানিয়েছেন, কলকাতায় ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে ৷ কলকাতা স্টক এক্সচেঞ্জকে নতুন করে গড়ে তোলা হবে ৷ প্রতিটি কোনায় সিসিটিভি বসিয়ে কলকাতা গুন্ডাদের হাত থেকে বাঁচানো হবে ৷ একটা কার্ডের সাহায্যে মেট্রো, বাস, ট্রেনে যাতায়াতের ব্যবস্থা করা হবে ৷ আদিগঙ্গার সংস্কার করা হবে ৷ এছাড়াও কলকাতার জন্য একাধিক পদক্ষেপের কথা বলেছেন অমিত শাহ ৷

পাশাপাশি তিনি জানিয়েছেন, বাংলার সংস্কৃতির উন্নতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি পুরস্কার চালু করা হবে ৷ যা নোবেল পুরস্কারের সমতুল হবে ৷ অন্যদিকে অস্কারের সমতুল একটি পুরস্কার চালু করা হবে সত্যজিৎ রায়ের নামে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*