এই দফায় মোট প্রার্থী সংখ্যা ৩৭৩। এর মধ্যে পুরুষ প্রার্থী ৩২৩ জন, মহিলা প্রার্থী ৫০ জন। চতুর্থ দফার জন্য বরাদ্দ বুথের সংখ্যা ১৫ হাজার ৯৪০টি । এর মধ্যে মেইন বুথ ১২৩৬১ এবং অক্সিলারি বুথ ৩ হাজার ৫৭৯টি। চতুর্থ দফায় মোট অবজারভার থাকছেন ৫৪ জন।
ভোট হচ্ছে ৫ জেলার ৪৪ টি বিধানসভা কেন্দ্রে। এর মধ্যে কোচবিহারে ৯ কেন্দ্র, আলিপুরদুয়ার ৫ কেন্দ্র, দক্ষিণ ২৪ পরগনায় ১১ কেন্দ্র। হাওড়ায় থাকছে ৯ কেন্দ্র এবং হুগলিতে ১০ কেন্দ্র। মোট ভোটারের সংখ্যা ১,১৫,৯৪,৯৫০ জন। এর মধ্যে ১,১৫,৮১,০২২ জন (পুরুষ ৫৮,৮২,৫১৪,, মহিলা, ৫৬,৯৮,২১৮ জন, তৃতীয় লিঙ্গ ২৯০জন।) এবং সার্ভিস ভোটার রয়েছেন ১৩,৯২৮ জন। রয়েছেন প্রবাসী ভোটারও। সংখ্যাটা ৩৪। 80 বছরের ঊর্ধ্বে ভোটার ২,০৩,৯২৭ জন। বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারের সংখ্যা ৫০,৫২৩। ভোট পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ৭৯৩ কোম্পানি বাহিনী। সব মিলিয়ে জমজমাট চতুর্থ দফা।
Be the first to comment