এলাকায় নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে অশোকনগরে রাজনৈতিক উত্তাপ তত বাড়ছে । এবার বিজেপির বুথ সভাপতির বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় বিজেপির ফ্ল্যাগ, ফ্লেক্স ও জামাকাপড় আগুনে পুড়ল । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড়ের ৮ নম্বর ওয়ার্ডে ।
অশোকনগর কল্যাণগড় ৮ নম্বর ওয়ার্ড এলাকায় বাড়ি অনির্বাণ রায়ের ৷ তিনি ১৯১ বুথের সভাপতি ৷ বিজেপির অভিযোগ, শনিবার রাতে আগুনের তাপে অনির্বাণ রায়ের ঘুম ভেঙে যায় ৷ শোওয়ার ঘর থেকে বাইরে বেরিয়ে দেখেন, পাশের যে ঘরে পরিবারের জামা-কাপড়ের সঙ্গে বিজেপির পতাকা-ফ্লেক্স-ফেস্টুন রাখা ছিল, সেই ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। পরিবারের লোকেরাই জল দিয়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভায় ৷ আজ সকালে এই বিষয়ে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেছেন অনির্বাণ রায়। সকালে দলীয় কর্মীর বাড়িতে আগুন লাগানোর খবর পেয়ে অনির্বাণ রায়ের বাড়িতে আসেন অশোকনগরের বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী।
তনুজা চক্রবর্তী বলেন, “৮ নম্বর ওয়ার্ড তৃণমূল দখলে রাখার চেষ্টা করছে । অন্যদিকে এখানে বিজেপিকে সমর্থন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে আমাদের বুথ সভাপতি, কার্যকর্তাদের ভয় দেখিয়ে ঘরে বসিয়ে দিতে চাইছে।”
Be the first to comment