কসবার বুথে বিজেপির এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, ক্ষোভে ফেটে পড়লেন ইন্দ্রনীল খান

Spread the love

চতুর্থ দফার ভোট চলছে রাজ্যের ৫ জেলার ৪৪ আসনে, সকাল থেকেই শিরোনামে কসবা বিধানসভা কেন্দ্র। বেশ কিছু জায়গা থেকেই আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খান ভোট শুরুর পর থেকেই বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছেন। ভোট পরিচালনার পদ্ধতি নিয়ে একগুচ্ছ অভিযোগ আনলেন তিনি, তাঁর বক্তব্য কসবা এলাকার একাধিক বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। বুথের সামনে জমায়েত করে রাখছেন তৃণমূলের সমর্থকরা। ৬৬ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সাথে তাঁর রীতিমত তুমুল বচসা বেঁধে যায়। 

তাঁর অভিযোগ বুথের ১০০ মিটারের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর সামনেই কী করে এতো মানুষ দাঁড়িয়ে থাকছেন? তাঁর আরও অভিযোগ ওই বুথে প্রিসাইডিং অফিসার নিরপেক্ষ ভাবে কাজ করছেন না। তৃনমূলের এজেন্টদের ঢুকতে দেওয়া হলেও বিজেপিকে বাধা দেওয়া হচ্ছে। বারবার প্রশাসনকে জানানোর পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ।

তিনি আরও জানান গত তিন চার দিন ধরে এলাকায় চাপা সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, ভোটারদের ভয় দেখানো হচ্ছে। সমস্ত অভিযোগ নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই জানানো হয়েছে বলে জানান বিজেপির তরুণ এই প্রার্থী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*