বাংলায় বিজেপি-র সরকার এলেই প্রথম কাজ করা হবে কৃষকদের স্বার্থে; নরেন্দ্র মোদী

Spread the love

সোমবার রাজ্যে তিনটি সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথমটি বর্ধমানের তালিত-এ। পরেরটি নদিয়ার কল্যাণী ও শেষেরটি বারাসতে।

জনসভা থেকে মোদী বলেন, “বাংলায় ৪ দফাতেই বিজেপি-র আসনের সেঞ্চুরি হয়ে গিয়েছে। দিদি হেরে গিয়েছেন।” তিনি আরও বলেন, “পুরো দেশ জুড়ে উন্নয়ন চলছে। বাংলাতেও সব রকমের উন্নয়ন হবে। তার জন্য বিজেপি-কে ক্ষমতায় আনতে হবে।”

এদিন তিনি বলেন, “বাংলার প্রতিটি নাগরিক, বিশ্বের কোণায় কোণায় যে সব বাঙালি রয়েছেন তাঁদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই।নববর্ষ আসছে। এ বার নিয়ে আসুন আসল পরিবর্তন। এ বার গড়ব সোনার বাংলা। এবার বিজেপি। আসছে বিজেপি।”

তিনি আরোও বলেন, “বাংলায় বিজেপি-র সরকার এলেই প্রথম কাজ করা হবে কৃষকদের স্বার্থে। ২ মে-র পর বিজেপি-র সরকার ক্ষমতায় আসার পর বাংলার প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা সরাসরি জমা হবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*