প্ররোচনামূলক বক্তব্য রাখার জন্য রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। এই নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী ৪৮ ঘণ্টা।
চতুর্থ দফায় কোচবিহারের শীতলকুচির একটি বুধে গোলমালের জেরে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। তাতে মৃত্যু হয় ৪ জনের। ওই ঘটনা নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা মন্তব্য করেন, ‘শীতলকুচিতে ৪ জনের বদলে ৮ জনকে মারা উচিত ছিল। যারা ভোটের লাইনে দাঁড়িয়ে ১৮ বছরের ছেলেকে প্রকাশ্যে গুলি করে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা কেন্দ্রীয় বাহিনীর দিকে বোমা ছো়ড়ে তাদের নেত্রী মমতা।’ ওই মন্তব্যের পর স্বতঃপ্রণোদিত হয়ে এবার রাহুলের উপরে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।
Be the first to comment