শুভেন্দুকে সতর্ক করল নির্বাচন কমিশন

Spread the love

ফের একবার কমিশনের নিশানায় শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শুভেন্দু অধিকারীকে সতর্ক করে নোটিশ ধরাল কমিশন। শোকজের জবাবে শুভেন্দুর উত্তরে সন্তুষ্ট না হওয়ায় এই নোটিশ বলে জানা গিয়েছে। বক্তব্য নিয়ে আরও সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে তাঁকে।

প্রসঙ্গত, নন্দীগ্রামে প্রচার চলাকালীন কেন্দ্রের বিজেপি প্রর্থী শুভেন্দু অধাকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বেগম’ বলে কটাক্ষ করেন। সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অপরাধে তাঁকে শোকজ করে কমিশন। ৮ এপ্রিল তাঁকে কমিশনের নোটিশ ধরানো হয়। জবাবে ৯ এপ্রিল শুভেন্দু জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার কোনও উদ্দেশ্যই তাঁর নেই। নির্বাচনী প্রচারে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে আক্রমণ করারও কোনও উদ্দেশ্যে তাঁর নেই বলেও উল্লেখ করেন শুভেন্দু। ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথাও জানান তিনি। যদিও তাঁর উত্তরে সন্তুষ্ট হয়নি কমিশন। জানানো হয়েছে, আদর্শ আচরণবিধির ২ ও ৩ নম্বর প্যরা লঙ্ঘন করেছেন শুভেন্দু। ফলে তাঁকে আবারও নোটিশ পাঠিয়ে সতর্ক করল কমিশন।

মঙ্গলবার সকাল থেকেই একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে কমিশন। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ৪৮ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করার পর মঙ্গলবার সেই শীতলকুচি কাণ্ডেই দিলীপ ঘোষ ও রাহুল সিনহার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিল কমিশন। কোনওরকম নোটিশ ছাড়াই রাহুল সিনহার উপর ৪৮ ঘণ্টার জন্য ভোটের প্রচারে নিষেধাজ্ঞা বসানো হয়েছে। পাশাপাশি, নোটিশ ধরানো হয়েছে দিলীপ ঘোষকেও। বুধবার সকাল ১০টার মধ্যে বিজেপির রাজ্য সভাপতিকে জবাব তলব করেছে কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*