নন্দীগ্রামে ভোটপর্ব মিটে গিয়েছে। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ কমাচ্ছেন না শুভেন্দু অধিকারী। ২৪ ঘণ্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের প্রতিবাদে এদিন গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসেন মমতা। ধরনা মঞ্চে ছবি আঁকেন মমতা। আর তা নিয়েই এবার প্রাক্তন দলনেত্রীকে বিঁধলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সভায় শুভেন্দুর কটাক্ষ, ‘চপ ভাজার ছবি আঁকছেন।’
এই প্রসঙ্গে মমতাকে কটাক্ষ করে শুভেন্দু বলেছেন, ‘আজ তো গান্ধী মূর্তির নীচে বসে আছেন। গান্ধীজির জন্ম কোথায়? গুজরাটের পায়ের নীচে বসে রয়েছেন। আপনি ছবি আঁকছেন, চপ ভাজার ছবি। ছবি কেনার লোক তো সব জেলে। সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুরা তো সব জেলে।’ এরপর বিজেপি নেতা বলেন, ‘শিক্ষাবন্ধু, মাদ্রাসার শিক্ষকরা যখন ধরনায় বসেন, তখন তাঁদের অযোগ্য বলা হয়। ওদেরকে না সরাতে পারলে পশ্চিমবঙ্গ আরপেকটা বাংলাদেশ হবে।’
নির্বাচন কমিশনের প্রতি তৃণমূলনেত্রীর আচরণ প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘নির্বাচন কমিশনকে কীভাবে শ্রদ্ধা করতে হয় অন্যদের থেকে শিখতে হয়। কমিশনকে চ্যালেঞ্জ করা মানে তো সংবিধানকে চ্যালেঞ্জ করা। আমায় নোটিশ পাঠিয়েছে, জবাবে সন্তুষ্ট কমিশন।’ অন্যদিকে, নন্দীগ্রামে জয়ের ব্যাপারে এদিন ফের আত্মবিশ্বাসের সুর শোনা গেল শুভেন্দুর গলায়। এদিন তিনি বলেন, ‘নন্দীগ্রামে জেতা হবে। আপনাদের দুটো করে লাড্ডু দেব।’
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৪ ঘণ্টা প্রচার করতে পারবেন না। এমন নিষেধাজ্ঞাই জারি করেছে নির্বাচন কমিশন। প্ররোচনামূলক মন্তব্যের জেরেই এই নিষেধাজ্ঞা বলে জানাচ্ছে কমিশন। আজ রাত ৮টা পর্যন্ত প্রচার করতে পারবেন না মমতা। এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ ধর্নায় বসেন মমতা। তিন ঘণ্টা ধরনায় বসেছিলেন মমতা।
Be the first to comment