বছর শেষ হতে আর মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা বাকি। রবিবার রাত ১২ টার পর থেকেই শুরু হতে চলেছে ২০১৮ সাল। ২০১৭ কে বিদায় জানিয়েই নতুনের ডালি নিয়ে হাজির হবে নতুন বছর। আর বর্ষবরণের প্রস্তুতি ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে। নতুন ভাবে সেজে উঠছে শপিং মল, রেস্তোরা গুলি। আর বছর শেষের দিনগুলিতে উৎসবের মেজাজে মেতে উঠেছে দেশবাসী। সারাদিন চলছে ঘোরাফেরা, আড্ডা আর দেদার খানাপিনা। চলতি বছরেই মুক্তি পেয়েছে অনেক সুন্দর সুন্দর বাংলা ছবি। যা আপনাদের নিশ্চয় আনন্দ দিয়েছে। আর বছর শেষে রোজদিনের বিশেষ প্রতিবেদন বাছাই করা ১০টি বাংলা ছবি নিয়ে। চলতি বছরে যেসব সিনেমা গুলি সবচেয়ে বেশী দর্শকদের মন ছুঁয়েছে তার মধ্যে আমরা ১০টিকে বেছে নিয়েছি। দেখা না থাকলে বছর শেষের আগে একবার দেখেই নিতে পারেন ছবিগুলো। যা আপনাদের অবশ্যই আনন্দ দেবে।
১০. বিসর্জন
ছবি মুক্তিঃ ১৪ এপ্রিল ২০১৭
কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও জয়া এহসান। ছবিটি ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছে।
৯. পোস্ত
ছবি মুক্তিঃ ১২ মে ২০১৭
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এই ছবিটি বাঙালী সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের মোহনবিল অবলম্বনে তৈরী। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী ও অর্ঘ্য বসু।
৮. চ্যাম্প
ছবি মুক্তিঃ ২৩ জুন ২০১৭
রাজ চক্রবর্তী পরিচালিত ছবিটির প্রযোজক অভিনেতা দেব নিজেই এবং এই ছবিটিতে দেব-এর বিপরীতে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র, চিরঞ্জিত চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, কৌশিক গাঙ্গুলি ও লাবনি সরকার। ছবিটি ক্রীড়া সংক্রান্ত হওয়ায় রাজ্য সরকার ছবিটিকে করমুক্ত করেছে।
৭. মেঘনাদবদ রহস্য
ছবি মুক্তিঃ ২১ জুলাই ২০১৭
পরিচালক অনিক দত্তর মেঘনাদবদ রহস্য সিনেমাটিতে সব্যসাচী চক্রবর্তী, গার্গী রায়চৌধুরী, আবির চট্টোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ, কল্যান রায়চৌধুরী ও অনিন্দ্য পুলক অভিনয় করেছেন। গল্পটি অনেকটা থ্রিলার গল্পের মতো। ছবির চিত্রনাট্য খুব টানটান। একটি থ্রিলার ছবিকে সফল করে তুলতে যা যা উপাদান থাকা দরকার পরিচালক তাঁর সচেষ্টায় নিপুনভাবে সেগুলিকে ছবিতে তুলে ধরেছেন।
৬. রক্তকরবী
ছবি মুক্তিঃ ২৮ জুলাই ২০১৭
পরিচালক অমিতাভ ভট্টাচার্যের এই ছবিটি পথের পাঁচালির পর বিশ্ব চলচ্চিত্র মঞ্চে অস্কারের তালিকায় স্থান পেয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন প্রখ্যাত যাদুকর পি.সি.সরকারের মেয়ে মুমতাজ সরকার, শান্তিলাল মুখোপাধ্যায়, দেবদূত, রাহুল প্রমুখ।
৫. ব্যোমকেশ ও অগ্নিবাণ
ছবি মুক্তিঃ ২২ সেপ্টেম্বর ২০১৭
অঞ্জন দত্ত পরিচালিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপহার ও অগ্নিবাণ দুটি গোয়েন্দা ব্যোমকেশ বক্সির কাহিনীর মিলিত এই চিত্রায়ণে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়।
৪. প্রজাপতি বিস্কুট
ছবি মুক্তিঃ ২২ সেপ্টেম্বর ২০১৭
অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত উইন্ডোজের ব্যানারে মুক্তি পেয়েছে ছবিটি। প্রযোজনা করেছেন শিবপ্রসাদ মুখাপাধ্যায় ও নন্দিতা রায়। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, খেয়া চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, ঈশা সাহা, শান্তিলাল মুখোপাধ্যায়। একটি যৌথ পরিবারের এক নবদম্পতির মধ্যেকার ভালোবাসার সম্পর্কের উপর ভিত্তি করে তৈরী হয়েছে ছবির কাহিনী।
৩. ডুব
ছবি মুক্তিঃ ২৭ অক্টোবর ২০১৭
পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রযোজক আব্দুল আজিজের এই ছবিটিতে অভিনয় করেছেন ইরফান খান, নুসরত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও পার্ণো মিত্র। পরিবারের প্রধান সদস্যের মৃত্যুর পর দুটি পরিবারের অটুট বন্ধনের কাহিনী নিয়ে সিনেমার গল্প।
২. অ্যামাজন অভিযান
ছবি মুক্তিঃ ২২ ডিসেম্বর ২০১৭
ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ও প্রযোজক মহেন্দ্র সোনি এবং শ্রীকান্ত মেহতা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নির্মিত চরিত্রের উপর ভিত্তি করেই দেব, ডেভিড জেমস, স্বেথলেনা অভিনীত ছবিটির শ্যুটিং হয়েছে ব্রাজিলের দুটি নদী রিও নিগ্রো ও রিও সলিমসের তীরে। শুধু তাই নয় জলের গভীরেও শ্যুটিং হয়েছে ছবিটির।
১. ময়ূরাক্ষী
ছবি মুক্তিঃ ২৯ ডিসেম্বর ২০১৭
পরিচালক অতনু ঘোষের এই ছবিটিতে পিতা ও পুত্রের এক নিবিড় সম্পর্ককে অতি সন্তর্পণে ফুটিয়ে তুলেছেন বাংলা চলচ্চিত্রের বহু অভিজ্ঞতা সম্পন্ন খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিত চট্টোপাধ্যায়।
Be the first to comment