পার্নোর মিছিলে হামলা, অভিযোগের তির তৃণমূলের দিকে

Spread the love

পঞ্চম দফা নির্বাচনের আগেই রণক্ষেত্র বরানগর। বুধবার ন’পাড়া সতীন সেনের কাছে বিজেপি মিছিলের উপর চড়াও হওয়ার অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন বরানগর বিধানসভা কেন্দ্রের গেরুয়া শিবিরের প্রার্থী পার্নো মিত্র।

এদিন অভিনেত্রী তথা বিধানসভা পদপ্রার্থী বলেন, ‘১৫-২০ দিন ধরে এই ধরনের অত্যাচার চলছে। আমাদের কর্মী-সমর্থকদের ধমকানো হচ্ছে। এমনকী বলা হচ্ছে ২ মে-র পর বলি দেওয়া হবে! এসব কী?’ তিনি আরও বলেন, ‘আজ আমরা RIC বাজার দিয়ে আসছিলাম। সেই সময় বাইক মিছিলে হামলা করা হয়। মহিলাদের এগিয়ে দেওয়া হচ্ছে। আমাদের প্রার্থী আহত।’

ঘটনা প্রসঙ্গে এলাকার তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা কথা বলা হচ্ছে। বরানগরে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। এখানে আমাদের জয় নিয়েও আমরা নিশ্চিত। তাহলে এই কাজ আমরা কেন করব?’ এদিন পার্নোকে তোপ দেগে তৃণমূল নেতা আরও বলেন, ‘উনি অভিনয় জগতের মানুষ। তাই অভিনয় করছেন মাত্র। আমাদের মহিলা কর্মী আক্রান্ত হয়েছেন। পুলিশকে আমি সবটাই জানিয়েছি।’

ঘটনার জেরে প্রায় ঘণ্টাখানেক BT রোড অবরোধ করে গেরুয়া সমর্থকেরা। যার জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। তবে পার্নো এদিন থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন, বলেও জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মিছিলের অনুমতি নেওয়া ছিল না।

প্রসঙ্গত, আগামী ১৭ এপ্রিল বরানগর বিধানসভা কেন্দ্রে নির্বাচন। আর তাই বুধবার জোরকদমে প্রচার চালাচ্ছে তৃণমূল এবং পদ্ম শিবির। পুরনো বাম গড়ে প্রচার চালাচ্ছে সংযুক্ত মোর্চাও। চলছে পোস্টারিংও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*