করোনার দ্বিতীয় ঢেউয়ে উদ্বেগ বাড়ছে বাংলায়। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছুঁইছুঁই। এই আবহে বঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। ভোটবঙ্গে প্রায় সব রাজনৈতিক দলের প্রচারেই কোভিড বিধি লঙ্ঘনের ছবি সামনে আসছে। এই প্রেক্ষিতে সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন। আগামী শুক্রবার সর্বদল বৈঠক ডেকেছে কমিশন।
জানা যাচ্ছে, যে হারে করোনার সংক্রমণ বাড়ছে, তাতে নির্বাচনী প্রচারে যাতে করোনায় সুরক্ষাবিধি কঠোরভাবে পালন করা হয়, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলিকে বার্তা দিতে পারে কমিশন। সম্প্রতি কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যাতে নির্বাচনী প্রচারে সমস্ত করোনা বিধি পালন করা হয়। বাংলায় বর্তমানে করোনা পরিস্থিতিতে ‘অভূতপূর্ব’ বলে মন্তব্য করে আদালত। ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সব রাজনৈতিক দল ও প্রার্থীদের কাছে অনুরোধ, তাঁরা যেন মাস্ক পরেন এবং দুরত্ববিধি মেনে চলেন।’
এদিকে, লাগামহীন সংক্রমণে রাশ টানতে এবার বড় জমায়েত বাতিলের সিদ্ধান্ত নিল CPI(M)। বুধবার এই সিদ্ধান্তের কথা জানান CPIM-এর পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। এদিন আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠকে সেলিম জানান, ‘চার দফায় ভোট হয়েছে রাজ্যে। পঞ্চম দফার প্রচারও একেবারেই শেষ লগ্নে।
এদিকে রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে আগামী তিন দফার নির্বাচনী প্রচারে কোনও বড় ভিড় না করার সিদ্ধান্ত নিয়েছে দল। এছাড়াও প্রচারে গিয়ে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে দেওয়া হবে বিশেষ নজর।’
Be the first to comment