রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ শনিবার । এই দফায় ৬ জেলার ৪৫ আসনে ভোট। কালিম্পং জেলার ১ আসন, দার্জিলিঙের ৫, জলপাইগুড়ির ৭ আসনে ভোটগ্রহণ। এ ছাড়াও ভোট উত্তর ২৪ পরগনার ১৬, পূর্ব বর্ধমানের ৮ এবং নদিয়ার ৮ আসনেও ভোটা শনিবার। এই দফায় বিজেপি-র স্টার ক্যান্ডিডেট কম। প্রতিপক্ষ দলের ২ বিশিষ্টের লড়াই ৩ আসনে। এই তিন আসন হল বিধাননগর, বরানগর ও রাজারহাট-গোপালপুরে।
বিধাননগরে লড়াই পুরোপুরি দুই প্রাক্তন সহযোদ্ধার মধ্যে। সুজিত বসু ও সব্যসাচী দত্ত। দু’জনেই তৃণমূলের বিদায়ী বিধায়ক। দমকল মন্ত্রী সুজিত বসু বিধাননগরেরই বিধায়ক। আর সব্যসাচী রাজারহাট-নিউটাউনের বিদায়ী বিধায়ক, বিধাননগরের প্রাক্তন মেয়র। এবার সব্যসাচী বিধাননগর থেকে বিজেপি প্রার্থী।
বরানগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যের বিদায়ী মন্ত্রী তাপস রায়। এই আসন থেকেই পর পর দু’বারের বিধায়ক তিনি। তাঁর বিরুদ্ধে বিজেপি-র প্রার্থী অভিনেতা পার্নো মিত্র, এবার ভওট ময়দানে প্রথমবার। প্রচারের শেষ দিনে পার্নোর মিছিলে হামলার অভিযোগে উত্তেজনা তৈরি হয় বরানগরে। এই কেন্দ্রের দিকেও স্বাভাবিক কারণেই নজর থাকবে।
Be the first to comment