শীতলকুচি নিয়ে মমতার ফোনালাপের সত্যতা কার্যত স্বীকার করে নিল তৃণমূল

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের ফোনালাপের ক্লিপটির সত্যতা কার্যত স্বীকার করে নিল ঘাসফুল শিবির।

মুখ্যমন্ত্রীর ফোনে আড়িপাতার অভিযোগে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস নেতা সুখেন্দুশেখর রায়। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আজ প্রমাণ হয়ে গেল আমাদের ফোন ট্যাপ করা হয়।’       

শীতলকুচিতে গুলি চালানোর ঘটনার পর কোচবিহারে দলের সভাপতি তথা প্রার্থী পার্থপ্রতিম রায়ের সঙ্গে মমতার ফোনে কথোপকথন এ দিন প্রকাশ করে বিজেপি। তারপর সাংবাদিক বৈঠকে নাম না করে অমিত মালব্যকে আক্রমণ করেন ডেরেক ও’ব্রায়েন। তাঁর কথায়, ‘উত্তরপ্রদেশের বাসিন্দা একজন ফ্যাক্টরি ম্যানেজার বাংলায় এসে একটা টেপ প্লে করেছেন। মিথ্যা প্রচারে ফ্যাক্টরি ম্যানেজার। ভুয়ো খবর ছড়ানোয় উনি বিখ্যাত। সমস্যাটা জানেন কী! ওই ইউপি-র মিথ্যাচারের ফ্যাক্টরি ম্যানেজার বাংলা বুঝতে পারে না। কেউ অনুবাদও করে দেয়নি।’

https://www.facebook.com/watch/?v=261226335697410

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*