ভোটের আগেই করোনা প্রাণ কাড়ল আরও এক প্রার্থীর। কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী প্রদীপ নন্দীর। বয়স হয়েছিল ৭৮ বছর।
RSP প্রার্থী প্রদীপ নন্দীর মৃত্যুতে স্থগিত রইল জঙ্গিপুর আসনের নির্বাচন। সপ্তম দফায় ওই কেন্দ্রে ভোট ছিল আগামী ২৬ এপ্রিল। বৃহস্পতিবার সকালে প্রদীপ নন্দীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের মাতৃসদন কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই প্রদীপ নন্দীর অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁর অক্সিজেনের মাত্রা ক্রমশ নিচে নামছিল। বেশ কয়েক দিন থেকেই প্রদীপ নন্দীর শারীরিক নানা জটিলতা তৈরি হয়েছিল। বুধবার তাঁর লালারস পরীক্ষায় কোভিড পজেটিভ ধরা পড়ে। এদিন প্রদীপ নন্দীর মৃত্যুতে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। শুক্রবার সেই হাসপাতালেই মৃত্যু হয় প্রদীপ নন্দীর। বাম প্রার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে জেলায় হু হু করে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত বুধবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাসের। ওইদিন মুর্শিদাবাদে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ধুলিয়ান পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবল সাহারও।
প্রসঙ্গত জঙ্গিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী জাকির হোসেন বিস্ফোরণ হামলায় গুরুতর জখম। SSKM-এ ভর্তি থাকায় তিনিও প্রচারে অংশ নিতে পারছেন না। হাসপাতাল থেকেই নির্বাচনে লড়ছেন তৃণমূল প্রার্থী।
এদিকে, করোনায় আক্রান্ত হয়েছেন চুঁচুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। সম্প্রতি তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তাঁর গাড়ির চালকও করোনা আক্রান্ত। কয়েকদিন আগেই তিনি ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন। বিগত কয়েকমাস ধরে লাগাতার দলের জন্য মিটিং-মিছিল, বহু জনসংযোগে ব্যস্ত ছিলেন তিনি। গত ১০ এপ্রিল ভোটের দিনও তাঁকে চুঁচুড়া এলাকায় তাঁকে দেখা দিয়েছে। এরপর থেকেই তাঁর জ্বর আসে বলে খবর। সন্দেহ হওয়ায় রাতারাতি পরীক্ষা করান।
বৃহস্পতিবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। আপাতত চুঁচুড়া প্রিয়নগরের বাড়িতেই তিনি আইসলেশনে রয়েছেন। বাড়ির লোকেদের থেকে নিজেকে সম্পূর্ন আলাদা রেখেছেন। নেতা কর্মীরা সকলেই তাঁর সুস্থতা কামনা করেছেন। গতবছর করোনা পরিস্থিতিতে অসিত মজুমদারকে রাস্তায় নেমে কাজ করতে দেখা গিয়েছিল। দমকলের সঙ্গে তাঁকেও সানিটাইজেশনের জন্য রাস্তায় নামতে দেখা গিয়েছিল।
Be the first to comment