ভয়ানক দিকে এগোচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৬ হাজার ৯১০ জন, মৃত্যু হয়েছে ২৬ জনের। রাজ্যে দিনপ্রতিদিন কমছে সুস্থতার হার। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯১.৯৯ শতাংশ।
বিগত কয়েকদিন ধরে বেড়েই চলেছে রাজ্যের করোনা সংক্রমণ। যেখানে এপ্রিল মাসের শুরুতেও দৈনিক সংক্রমণ ছিল ৫০০-র মধ্যে এখন তা বেড়ে প্রায় ৭ হাজারে দাঁড়িয়েছে। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৪৭ জন। ১৬ এপ্রিল পর্যন্ত রাজ্যে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৭৯৫ জন এবং মৃত্যু হয়েছে ১০ হাজার ৫০৬ জনের।
বিগত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতাতেই করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪৪ জন, মৃত্যু হয়েছে ৯ জনের। কলকাতার পর দক্ষিণ ২৪ পরগনা সংক্রমণের নিরিখে রয়েছে দ্বিতীয় স্থানে। বিগত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনাতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯২ জন, মৃত্যু হয়েছে ৭ জনের।
প্রসঙ্গত, পঞ্চম দফা ভোটের আগে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার থেকে মিছিল, মিটিং, জনসভা, রোড শোয়ের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করল কমিশন। সন্ধ্যা ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত এইধরণের কোনও প্রচার করতে পারবে না রাজনৈতিক দলগুলি। ভয়াবহ হারে করোনা বাড়তে থাকায় কমিশনের এই কঠোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
Be the first to comment