পঞ্চম দফায় ভোট গ্রহণে অশান্তি

Spread the love

আজ পঞ্চম দফা। ভোট গ্রহণ শুরু হয়েছে রাজ্যের ৬ জেলার ৪৫টি আসনে । এসেছে কয়েকটি ঘটনা।
বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সরাইটিকর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৭০, ৭১, ৭২, ৭৩ নম্বর বুথে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এজেন্টের নাম অজিত সরকার ও অজিত সরেন। জখম দু’জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
রাজারহাট-নিউ টাউন কেন্দ্রের ২৬৪ নম্বর বুথের তৃণমূল এজেন্ট নন্দদুলাল দাসের বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। রাতের অন্ধকারে কেউ বা কারা এ কাজ করেছে বলে দাবি তাঁর।
শান্তিপুরের হরিপুরে বিজেপিকে এজেন্টকে বাধা দানের অভিযোগ। ভোটারদেরও বাধা দেওয়ার অভিযোগ। এলাকায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।
নদিয়ার কল্যাণীতে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। অভিযোগ, বাইক নিয়ে এসে তৃণমূলের কয়েকজন তাঁদের ওপর রড-লাঠি হামলা চালানো হয়। তাঁদের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*