ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই সময়ে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তবে একটা সময় আসবে যখন তাঁর বর্ণময় খেলোয়াড় জীবনের ইতি টানতে হবে। এই তারকা ফুটবলার অবসর নেওয়ার পর কী নিয়ে থাকবেন তা নিয়ে তাঁর সমর্থকদের কৌতূহলের শেষ নেই। রিয়াল মাদ্রিদের এই তারকা নিজেই জানিয়েছেন, ‘আমার হাতে অনেক অর্থ রয়েছে। অবসরের পর নতুন কিছু করতে চাই। উদাহরণস্বরূপ, আমি চলচ্চিত্র তৈরি করতে চাই। তারপর আমার কোম্পানি হবে: হোটেল থাকবে, জিম থাকবে, নাইকির সঙ্গে যোগাযোগ থাকবে। আমি কীভাবে ব্যবসায়ী হতে হয় তা শিখতে চাই। আমি ভবিষ্যৎ নিয়ে ২৭ কিংবা ২৮ বছর বয়স থেকেই ভাবনা শুরু করেছি।’
আগামী বছরের ফেব্রুয়ারিতে ৩৩-এ পা দেবেন রোনাল্ডো। বিগত দুই বছর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। আশা করা যায় আরো কয়েক বছর তিনি মাঠ দাপিয়ে বেড়াবেন। তবে এই প্রসঙ্গে বলা যেতে পারে, ভিনি জোন্স, এরিক ক্যান্তোনা এবং ডেভিড বেকহামের মতো তারকা খেলোয়াড়রা খেলার মাঠকে বিদায় জানানোর পর চলচ্চিত্রের রঙিন পর্দায় নাম লিখিয়েছিলেন। রোনাল্ডোও সেই তালিকায় নাম লেখাতে চান।
Be the first to comment