কুম্ভমেলা নিয়ে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Spread the love

অবশেষে দেশে নতুন করে ভয়াবহ হয়ে ওঠা করোনা সংক্রমণের প্রেক্ষিতে চলতি কুম্ভমেলা নিয়ে নড়েচড়ে বসলেন প্রধানমন্ত্রী। হরিদ্বারের কুম্ভমেলা অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত, এই মর্মে দেশবাসী ক’দিন ধরেই নিজেদের মত জানিয়ে আসছেন। অথচ এ বিষয়ে প্রধানমন্ত্রী চুপ করে থাকায় তা নিয়ে দেশ জুড়ে নিয়ে ক্ষোভও বাড়ছিল।
অবশেষে কুম্ভমেলা নিয়ে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা সঙ্কটের কথা মাথায় রেখে আপাতত প্রতীকী রূপেই কুম্ভমেলা উদযাপনের আর্জি জানান তিনি। ফোনে জুনা আখড়ার স্বামী অভধেশানন্দের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন মোদী।

শনিবার টুইটারে নরেন্দ্র মোদী লেখেন, আচার্য মহামণ্ডলেশ্বর পূজ্য স্বামী অভধেশানন্দ গিরির সঙ্গে ফোনে কথা হল। সাধুসন্তদের স্বাস্থ্যের খবর নিলাম। সকলেই প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছেন। এজন্য সন্তজনদের কৃতজ্ঞতা জানাই। দু’টি শাহি স্নান ইতিমধ্যেই হয়ে গিয়েছে। করোনা সঙ্কটের কথা মাথায় রেখে আমি অনুরোধ জানিয়েছি, আপাতত কুম্ভ প্রতীকী রূপেই উদযাপন করা হোক।

প্রধানমন্ত্রীর টুইটের পরই তাঁর প্রস্তাবে সাড়া দিয়ে টুইট করেন স্বামী অভধেশানন্দ। তিনি লেখেন, প্রধানমন্ত্রীর অনুরোধকে সম্মান জানাচ্ছি। মানুষকে অনুরোধ করছি, কোভিড পরিস্থিতিতে বিপুল সংখ্যায় শাহি স্নান করতে আসবেন না। সমস্ত কোভিডবিধি মেনে চলুন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*