দিদি ভোট ব্যাঙ্কের জন্য কতটা নীচে নামবেন? প্রশ্ন নরেন্দ্র মোদীর

Spread the love

ফের ভোটের দিন রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসানসোলের সভা থেকে তৃণমূল সুপ্রিমোর উদ্দেশে কড়া ভাষায় কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। শীতলকুচি কাণ্ডের অডিয়ো টেপ শুক্রবার সামনে এনেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, কোচবিহারের শীতলকুচির ঘটনায় মৃতদেহ নিয়ে রাজনীতি করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন জনসভার মঞ্চ থেকে বলেন, ‘কয়েকদিন ধরে দিদির মধ্যে অসংবেদনশীলতা দেখেছি। কোচবিহারে যা হয়েছে, সেনিয়ে কাল একটা অডিয়োটেপ আপনারা শুনেছেন কাল। ৫ জনের মৃত্যুর পর দিদি রাজনীতি করছেন। সেটা স্পষ্ট করে দিয়েছে অডিয়ো।’

তবে এখানেই শেষ নয়, মোদী বলেন,’লাশ নিয়ে রাজনীতি দিদির পুরনো অভ্যেস। ফোনে দিদি কোচবিহারের টিএমসি নেতাকে বলছেন মৃতদেহ নিয়ে মিছিল করো। নিহতদের মৃতদেহ নিয়ে রাজনৈতিক ফায়দার কথা ভাবছেন দিদি। ভোট ব্যাঙ্কের জন্য কতটা নীচে নামবেন দিদি?’

উল্লেখ্য, পঞ্চম দফার আগে ফের রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে এই অডিয়ো টেপ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*