‘পাঁচ দফার ভোটে ১৮০-টির মধ্যে ১২৫-টিরও বেশি আসন জিতব। খেলা হবে বলে যারা শুরু করেছিল, তারা এখন খেলা ছেড়ে চলে গিয়েছে’। রাজ্যে পঞ্চম দফা ভোটের পর তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
তিনি বলেন ‘একেবারে হিসাব করে ২০০ সিট পাচ্ছে বিজেপি। যেমন চাইছি, তেমনই নির্বাচন হচ্ছে। ওরা নির্বাচন ছেড়ে দিতে চাইছে। বলছে, একসঙ্গে ভোট করে দাও, আমরা সভা করব না। আসলে মিটিং করতে গেলে খরচা আছে। বক্তা লাগবে, নেতা লাগবে। কেউ বেরোচ্ছে না। তাই এখন বলছে, সব গুটিয়ে দাও। রেজাল্ট হয়ে গেছে ম্যাচের। কিন্তু ম্যাচের সময় তো পুরো করতে হবে। সেটা আমরা করে দেব।
তিনি আরও বলেছেন, ‘বুথের নিরাপত্তা দেখার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর। সেই দায়িত্ব তারা ভালোভাবেই পালন করছে। বাইরের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। কিন্তু এতদিন সমাজবিরোধীদের সঙ্গে ওঠাবসা করায় দুষ্কৃতী নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে পুলিশের। বিজেপি ক্ষমতায় এলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
Be the first to comment