করোনার জেরে পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

Spread the love

করোনার প্রভাবে একের পর এক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। এবার পিছলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এপ্রিল মাসের ২৭, ২৮ ও ২৯ তারিখ এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পরীক্ষা পিছিয়ে গিয়েছে।

জয়েন্ট এন্ট্রান্স পিছনোর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, পড়ুয়াদের সুরক্ষা ও কেরিয়ার তাঁদের কাছে বরাবরই অগ্রাধিকার পায়। তাই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার পরবর্তী দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে। পরীক্ষার দিন ও দিন ঘোষণার মধ্য়ে অন্তত ১৫ দিন সময় থাকবে। যাতে পরীক্ষার্থীরা প্রস্তুতি নেওয়ার সময় পায় তাই এই সিদ্ধান্ত। শিক্ষা মন্ত্রকের তরফ থেকে এই কথা রবিবার জানানো হয়েছে।

প্রসঙ্গত, দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা পিছিয়ে যাওয়া ও দশম শ্রেণির পরীক্ষা বাতিল হওয়ার পর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পিছনোর দাবিতে সরব হয়েছিল পড়ুয়ারা। কারণ হিসেবে মূলত বলা হয়েছিল যে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপটে যখন প্রত্যেকদিন এক লক্ষ লোক সংক্রমিত হচ্ছে তখন পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক।

রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অরবিন্দ কেজরিওয়াল এর মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের সমর্থনে মুখ খোলেন ও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। ফলে সরকারের ওপর ক্রমাগত চাপ বেড়েই চলেছিল। ছাত্রছাত্রীদের অনেকেই এপ্রিল মাসের জয়েন্ট পরীক্ষা স্থগিত করার পাশাপাশি মে মাসের জয়েন্ট পরীক্ষাও স্থগিত করার দাবিতে সরব হয়েছে।

দেশে ক্রমাগত খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। তাই CISCE ঘোষণা করেছে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা এ বছর পিছিয়ে দেওয়া হবে। তবে এর মধ্যে দশম শ্রেণির লিখিত পরীক্ষা হবে অপশনাল। ১ জুন এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তখন যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তবেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া করোনার কথা মাথায় রেখে CBSE-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। দশম শ্রেণির ক্ষেত্রে বোর্ডের মানদণ্ড অনুযায়ী ফলাফল প্রকাশ করা হবে। যে সব পড়ুয়া তাদের ফলাফল নিয়ে সন্তুষ্ট থাকবে না তাদের পরীক্ষার অনুমতি দেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*