ভোটের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী। রবিবার দুপুরে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে রোড শো করার কথা ছিল মিঠুনের। কিন্তু, আচমকা শরীর খারাপ হওয়ায় বিজেপি প্রার্থীর রোড শো অসম্পূর্ণ রেখেই কলকাতা ফিরে আসেন মিঠুন।
রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, ‘মিঠুনদা অসুস্থ থাকায় তাঁকে হঠাৎ করেই চলে যেতে হয়েছে। পরবর্তী কালে তিনি আবার রায়গঞ্জে আসবেন।’ বিজেপির যুব মোর্চার নেতা ভক্ত কুমার রায় বলেন, ‘মিঠুনদার শরীর খারাপ থাকায় এবং হেলিকপ্টার ওড়ার সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণেই রোড শো শেষ না করেই চলে যেতে হয়েছে তাঁকে।’
এদিন মহাগুরুকে দেখার জন্য দুপুর থেকেই রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছিলেন অসংখ্য সাধারণ মানুষ। তবে মালদায় প্রচার সেরে রায়গঞ্জে আসতে বিকেল পাঁচটা বেজে যায় তাঁর। প্রায় দুশো মিটার রোড শো করার পর আচমকাই শিলিগুড়ি মোড়ে গাড়ি থেকে নেমে হেলিপ্যাডের উদ্দেশে রওনা দেন মিঠুন চক্রবর্তী।
এদিকে, রোড শো না করে মিঠুন কলকাতায় ফিরে যাওয়ায় অনেকে হতাশ হয়েছেন। বহু মিঠুন অনুরাগীই উদ্বিগ্ন। রায়গঞ্জ শহরের বিশিষ্ট ব্যাবসায়ী কৌশিক সেন বলেন, ‘ছোটবেলা থেকেই দাদার ফ্যান। সকাল থেকেই অপেক্ষা করছিলাম প্রিয় নায়ককে একবার কাছ থেকে দেখব।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড মঞ্চে পদ্ম পতাকা হাতে তোলেন মিঠুন চক্রবর্তী। তারপর থেকেই জল্পনা ছড়ায় যে, বাংলায় বিজেপির মুখ হতে পারেন মিঠুন। এই জল্পনার আবহে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বোনের বাড়ির ঠিকানায় ভোটার হিসেবে নাম তোলেন মিঠুন। যার জেরে জল্পনা আরও জল-হাওয়া পায়। কিন্তু, বিজেপির প্রার্থী তালিকায় মিঠুনের নাম না থাকায়, সেই জল্পনায় ইতি পড়ে। বিজেপিতে যোগদানের পর থেকেই একের পর এক রোড শো-তে ঝড় তুলেছেন মিঠুন।
Be the first to comment