ভোট পরবর্তী হিংসা অব্যাহত বিধান নগরে। সকালের পর রাতেও ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইকে চেপে এসে গুলি চালিয়েছে বলে অভিযোগে জানিয়েছেন স্থানীয়রা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, তৃণমূলের লোকজনই আক্রান্ত হয়েছে। রাত পেরোলেই এখনও অব্যহত রাজনৈতিক চাপানউতোর।
রবিবার সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বিধান নগর দক্ষিণ থানা এলাকার দত্তাবাদ। বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অপরদিকে তৃণমূল কর্মীদেরকেও মারধরে অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার রাত আটটা নাগাদ দলীয় কার্যালয়ের সামনে বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় এক দল দুষ্কৃতী। দুষ্কৃতীদের ফেলে যাওয়া বাইক রাতে আটক করে পুলিশ। যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।
এলাকায় উত্তেজনা থাকায় জায়গায় জায়গায় বসানো হয়েছে পুলিশ পিকেট। এলাকায় টহলদারী চালাচ্ছে পুলিশ। স্থানীয় এক মহিলা জানান, রাত ৮ টা নাগাদ এলাকার মহিলারা যখন বসেছিলেন, তখন চার পাঁচটি বাইক নিয়ে এসে ফায়ারিং করে দুষ্কৃতীরা। যারা এসেছিল তারা তৃণমূলের লোক বলেও অভিযোগ জানান তিনি। এই ঘটনায় এলাকার মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও উল্লেখ করেন তিনি।
Be the first to comment