নির্বাচনী প্রচারে ফের বাংলায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আজ সভা থেকে তিনি বলেন, “এই বর্ধমান জেলা কয়লা চুরির জন্য প্রসিদ্ধ। সিবিআই কয়লাকাণ্ডে এক মিশ্রকে ধরেছে, সঙ্গে সঙ্গেই ময়দানে নেমে পড়েছে দিদির ভাইপো।’ এর আগেও একাধিক জনসভায় তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গ তুলে সরব হয়েছেন অমিত শাহ।
এদিন বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাদারবনী এলাকায় জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরোও বলেন, দিদি এক চ্যানেলে বলছে বিনয় মিশ্রর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। তখনই দিদির ভাইপো অন্য চ্যানেলে বলছে বিনয় মিশ্রকে প্রতারিত করা হয়েছে।
অমিত শাহ বলেন, ‘সব জায়গা ঘুরে দেখলাম ২ মে দিদি যাচ্ছে। ২ মে ২০০র বেশি সিটে জিতব আমরা। কাটমানি সরকার, সিন্ডিকেট সরকার অনুপ্রবেশকারী সরকার চলে যাবে।’ জনসভা থেকে এদিন শাহের আর্জি, ‘২ মে পরিবর্তন করে দিন তাহলে মানুষ তো দূরের কথা একটা পরিন্দাও মরবে না। এক এক জনকে জেলে ঢোকানো হবে। দিদির কখন তার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাবে সেই দিকেই নজর। মানুষের দিকে নজর নেই।
Be the first to comment