আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফার নির্বাচন। এইদিন রাজ্যের ৪ জেলার ৪৩টি আসনে ভোট। এই চার জেলার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, নদিয়া ও উত্তর দিনাজপুরে। ষষ্ঠ দফার নির্বাচনে বুথ পাহারায় ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
৪৩টি আসন থেকে মোট ৩০৬ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। এই আসনগুলিতে মোট ভোটারের সংখ্যা ১.০৩ কোটি। এদের মধ্যে ৫০.৫৬ জন মহিলা এবং ২৫৬ জন তৃতীয় লিঙ্গের মানুষ। ষষ্ঠ দফার নির্বাচনের জন্য ১৪,৪৮০ পোলিং বুথের ব্যবস্থা করা হয়েছে।
এই দফার হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন তৃণমূলের স্বপন দেবনাথ, চন্দ্রিমা ভট্টাচার্য, উজ্জল বিশ্বাস, কৌশানি মুখোপাধ্যায়। কৌশানির বিপরীতে কৃষ্ণনগর উত্তর থেকে লড়ছেন মুকুল রায়। এছাড়া হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক ও বিজেপির রাহুল সিনহা।