করোনায় কি ফের বন্ধ হবে ট্রেন চলাচল? জবাব দিল রেল

Spread the love

করোনার ঝড়ে কাঁপছে গোটা দেশ। সংক্রমণের নিরিখে রোজই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে দেশে। দৈনিক আক্রান্তের সংখ্যা যেমন পাল্লা দিয়ে বাড়ছে, তেমনই মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে লকডাউন ঘোষণা করা হয়েছে। কোথাও আবার চলছে নাইট কার্ফু। এই পরিস্থিতিতে কি ফের ট্রেনের চাকা থমকে যেতে পারে? আবারও কি বন্ধ হবে রেল পরিষেবা? অবশেষে মুখ খুলল ভারতীয় রেল।

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত দেশে ট্রেন পরিষেবা স্বাভাবিক। রেল মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অতিমারী পরিস্থিতিতে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন আতঙ্কিত না হন এবং কোনও গুজবে কান না দেন। RAC ও কনফার্মড টিকিট থাকলেই স্টেশনে আসুন। দুরত্ববিধি বজায় রাখা হবে।’

রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জল্পনা চলছে যে ট্রেন হয়তো মিলবে না বা বন্ধ হয়ে যাবে ট্রেন পরিষেবা। কিন্তু, এখনই সেরকম কোনও পরিস্থিতি তৈরি হয়নি। ট্রেন চলাচল বন্ধ হবে না। কোনও আতঙ্কের কারণ নেই। এ ব্যাপারে রেলওয়ে বোর্ড চেয়ারম্যান ও CEO সুনীত শর্মা আগে জানিয়েছিলেন, বর্তমানে ৭০ শতাংশ প্যাসেঞ্জার ট্রেন চলছে। এখনও পর্যন্ত কোনও রাজ্যের পক্ষ থেকে ট্রেন বন্ধ রাখার আবেদন জানানো হয়নি। উল্লেখ্য, গতবছর করোনা সংক্রমণের জেরে লকডাউন জারি করা হয় দেশে। এর ফলে গত বছরের ২৩ মার্চ থেকে দীর্ঘ প্রায় নয় মাস ধরে বন্ধ ছিল ট্রেন পরিষেবা। তবে কিছু স্পেশাল ট্রেন চালানো হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*