করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভোট গণনায় অতিরিক্ত সতর্কতা নিতে চলেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর ঘোরাটোপে গণনা হলেও থাকছে রাজ্য পুলিশও।
করোনা সতর্কতা হিসেবে এবার ভোটে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। তেমনি গণনা কেন্দ্রেও নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। গণনা কেন্দ্রে বাড়ানো হবে ঘরের সংখ্যা। কোভিড প্রটোকল মেনে একটি ঘরে রাখা হবে ১৪-১৫টি টেবিলের পরিবর্তে ৭টি টেবিল। এতে ঘরে লোকসংখ্যা কমবে। ঘরের আকার বড় হলেই একমাত্র বেশি টেবিল রাখা হবে। গণনা হলের দুটি দরজায় থাকবে হাফ সেকশন বাহিনী।
এবার ভোটে বহু কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে। সেকথা চিন্তা করেই পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।
Be the first to comment