করোনার দ্বিতীয় ঢেউয়ে বাংলায় ভয়াবহ পরিস্থিতি। আশঙ্কা বাড়িয়ে পশ্চিমবঙ্গে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮১৯ জন। যা দৈনিক সংক্রমণের নিরিখে বাংলায় এখনও সর্বোচ্চ। সংক্রমণের পাশাপাশি বাংলায় মৃত্যুর সংখ্যাও চিন্তা বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে, বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৮ হাজার ১৭২। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮০৫ জন। মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৬৫২। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫৮ হাজার ৩৮৬। বাংলায় সুস্থতার হার ৮৯.৮২ শতাংশ।
রাজ্যের মধ্যে কলকাতায় সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি। কলকাতায় এই মুহূর্তে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৫ হাজার ৭৯২। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১২ হাজার ৪০৭।
রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের ছুটি বাতিল করল প্রশাসন। এমনকী, প্রয়োজনের ছুটির দিনেও কাজ করতে হতে পারে তাঁদের, সম্প্রতি স্বাস্থ্য দফতরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে এমনটাই।
Be the first to comment