বিভিন্ন রাজ্যে হচ্ছে সাময়িক লকডাউন। ফিরছে আতঙ্ক। ঘরমুখী বাইরে কাজ করা মানুষজন। অনেকের প্রশ্ন, আবার দেশজুড়ে লকডাউন হয়ে যাবে না তো ? এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিল রেলমন্ত্রী।
রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানালেন লকডাউন হচ্ছে না সারা দেশ জুড়ে। ট্রেন বন্ধ হয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। করোনার দ্বিতীয় ঢেউয়ে পর্যুদস্ত দেশ । এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় লকডাউন ও নাইট কার্ফু ঘোষণা করা হচ্ছে । স্বাভাবিকভাবেই মানুষের মনে ফিরে আসছে পুরনো আতঙ্ক। আবার সারাদেশে একসঙ্গে লকডাউন হবে না তো? গত বছরের মতোই দীর্ঘ সময় রেলওয়ে বন্ধ হয়ে যাবে না তো?
এমন পরিস্থিতিতে সকলকে আশ্বস্ত করে কেন্দ্রীয় মন্ত্রী জানালেন, গত বছরের মতো পরিস্থিতি এবার আর হবে না । সারাদেশব্যাপী রেল পরিষেবা বন্ধ করার কোনও পরিকল্পনা সরকারের নেই ।
Be the first to comment