পরিশেষে তুরস্কের টেলিভিশনের হয়ে কাজ করা দুই সাংবাদিককে মুক্তি দিয়েছে মায়ানমার। একই সাথে মুক্তি পেয়েছেন মায়ানমারের দুই নাগরিক, একজন হলো এই দুই সাংবাদিকের দোভাষী এবং অন্যজন তাদের গাড়ি চালক। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশনের অ্যাসাইনমেন্টে মায়ানমারে গিয়ে এই সাংবাদিক দুজন আটক হয়েছিলেন । মায়ানমারের পার্লামেন্ট এলাকার কাছে ড্রোন উড়ানোর অভিযোগে গত ২৭ অক্টোবর তাদের আটক করে মায়ানমারের পুলিশ। ড্রোনের মাধ্যমে ভিডিও চিত্র ধারণ, আকাশযান চলাচল আইন ভঙ্গের দায়ের জন্য তাদের গ্রেপ্তার দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া দুই সাংবাদিক হলেন— মালয়েশিয়ার রিপোর্টার মক চোই লিন ও ক্যামেরাম্যান লাউ হন মেং হলেন সিঙ্গাপুরের নাগরিক। তারা দু’মাস জেল খাটার পর শুক্রবার মুক্তি পেয়েছেন।
Be the first to comment