ইন্দোরের হোলকার স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচের দ্বিতীয় দিনে একটাই নাম উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি হলেন বিদর্ভের পেসার রাজনীশ গুরবানি। শুধুমাত্র তার দাপটে দিল্লীর প্রথম দিনের করা ৬ উইকেটে ২৭৬ রানের সাথে আর মাত্র ১৯ রান যোগ করতে পেরেছে। দিল্লীর বিরুদ্ধে রঞ্জির ফাইনালে বিদর্ভ চালকের আসনে রয়েছে। হ্যাটট্রিক-সহ প্রথম ইনিংসে মোট ছয়টি উইকেট নেন রাজনীশ। তাঁর ৫৯ রানে ছ’উইকেটের দাপটে ২৯৫ রানে শেষ হয় দিল্লির প্রথম ইনিংস। ধ্রুব শোরে করেন ১৪৫ রান। জবাবে দিনের শেষে বিদর্ভ ২০৬/৪। অধিনায়ক ফাইজ ফজল করেন ৬৭ ও ওয়াসিম জাফর ৬৪ রানে অপরাজিত আছেন।
রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে ফাইনালে হ্যাটট্রিক করলেন রাজনীশ। ১৯৭২-৭৩ সালে রঞ্জি ট্রফির ফাইনালে হ্যাটট্রিক করে ইতিহাস সৃষ্টি করেছিলেন তামিলনাডুর বি কল্যণসুন্দরম। দীর্ঘ ৪৫ বছর পর ফের এক বার সেই কৃতিত্ব ছুঁতে পেরে উচ্ছ্বসিত গুরবাণী। রাজনীশের পর পর তিনটি শিকার বিকাশ মিশ্র, নভদীপ সাইনি এবং ধ্রুব শোরে। এঁদের প্রত্যেককেই বোল্ড করেন গুরবাণী।
Be the first to comment