খড়দায় বিধানসভা এলাকায় ভোট শুরুর আগে রুইয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে ১৪৩, ১৪৪ ও ১৪৫ নং বুথে তাদের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির। পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত।
তাদেরকে মারধর করা হয় বলেও অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদের কোনও সাহায্য করা হয়নি। এরপর পুলিশের সহযোগিতায় বিজেপির এজেন্ট বুথে ঢুকতে পারেন। তৃণমূলের পক্ষ থেকে যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইতিমধ্যেই বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে।
Be the first to comment