আউশগ্রামের প্রতাপপুরে পুলিশকে হুমকি তৃণমূল নেতার। ৩ দিন পর আমাদের সরকার আসবে, তখন আপনাকে দেখে নেব। এটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। শীতলকুচি করার ইচ্ছে আছে? আমাদের গ্রামে ভোট মানে উৎসব। ভোটের দিন সকালে বুথের বাইরে দাঁড়িয়ে হুমকি দিতে শোনা যায় তৃণমূলের অঞ্চল সভাপতি অরূপ মিদ্যাকে।
পুলিশের দাবি, অশান্তির আশঙ্কায় দোকান বন্ধ করতে বলায় হুমকি। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, হুমকি নয়, কথা কাটাকাটি হয়েছে, পুলিশই উল্টে হুমকি দেয়। এদিকে, জেলার গলসিতে বিজেপির সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত মনোহর সুজাপুর গ্রামে। অভিযোগ, ২১৩ ও ২১৪ নম্বর বুথে বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার পাশাপাশি, এক বিজেপি কর্মীকে মারধর করা হয়। প্রতিবাদে মহিলারা এলাকায় বিক্ষোভ দেখান।
Be the first to comment