আবারও মাত্রাছাড়া সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। অক্সিজেন নিয়ে হাহাকার, হাসপাতালে বেড অমিল, বেশ কিছু রাজ্য তলানিতে ভ্যাকসিনের ভান্ডার। এমন পরিস্থিতিতে স্বতঃপ্রণোদিত মামলায় এই সংকট সামাল দিতে কোন পরিকল্পনা নিয়েছে কেন্দ্র তা জানতে চাইল সুপ্রিম কোর্ট।
দেশে করোনার সুনামি। অতীতের সব রেকর্ড ভেঙে গেল দেশে। ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা এবার ৩ লাখের গণ্ডি পার করল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন। ভয়াবহ পরিস্থিতি দেশজুড়ে।
শীর্ষ আদালতের মতে, জাতীয় সংকট উপস্থিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে এই প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় সরকারের কাছে এই অবস্থা সামাল দিতে জাতীয় পরিকল্পনা জানতে চেয়েছে। পর্যাপ্ত অক্সিজেন, ভ্যাকসিন, জীবনদায়ী ওষুধের সরবরাহ অব্যাহত রাখতে কী ব্যবস্থা নিচ্ছে সরকার তা বিস্তারিত জানতে চেয়েছে শীর্ষ আদালত।
Be the first to comment