কেন্দ্র ও রাজ্যের জন্য করোনা টিকার দামের হেরফের নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি এ প্রসঙ্গে তুলে ধরেছেন বিজেপির এক দেশ এক কার্ডের তত্ত্বকে ৷
ষষ্ঠ দফার নির্বাচন চলাকালীন বৃহস্পতিবার টুইটে মমতা লিখেছেন, “বিজেপি সবসময় এক দেশ, এক দল, এক নেতার কথা বলে ৷ কিন্তু মানুষের জীবন রক্ষার ক্ষেত্রে তাঁরা টিকার এক দাম রাখতে পারে না ৷”
প্রত্যেক নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়ার দাবি জানিয়ে মমতা আরও লিখেছেন, “বয়স, ধর্ম, বর্ণ, অবস্থান নির্বিশেষে প্রত্যেক ভারতীয়ের বিনামূল্যে টিকা প্রয়োজন ৷ কেন্দ্র দিক বা রাজ্য – জিওআই-এর অবশ্যই কোভিড টিকার দাম এক রাখা উচিত ৷”
উল্লেখ্য, রাজ্য় সরকারগুলিকে ৪০০ টাকা দরে এবং বেসরকারি হাসপাতালকে ৬০০ টাকা দরে কোভিশিল্ড টিকা বিক্রি করবে বলে জানিয়েছে সিরাম ইন্সটিটিউট ৷ যদিও কেন্দ্রীয় সরকারকে ১৫০ টাকা দরে ভ্য়াকসিন বিক্রি করবে সংস্থাটি ৷ সংস্থার তরফ থেকে এ কথা ঘোষণা করার পরই তার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এ দিকে, আগামী মাসের ১ তারিখ থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলের জন্য় টিকাকরণ শুরু হতে চলেছে ৷
Be the first to comment