এবার ‘ভাগ করোনা ভাগ’, করোনা সংক্রমণ রুখতে মশাল হাতে মিছিল গ্রামে

Spread the love

গতবছরে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মন্ত্রীর মুখে শোনা গিয়েছিল “গো করোনা গো” স্লোগান। বছর ঘুরতেই এ বার মধ্য প্রদেশের একটি গ্রামের বাসিন্দাদের মুখে শোনা গেল নতুন স্লোগান। মশাল জ্বালিয়ে তাঁরা গোটা গ্রাম ঘুরে স্লোগান দিলেন “ভাগ করোনা ভাগ”। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের আগার মালওয়া জেলার গণেশপুরা গ্রামে।

করোনার হাত থেকে বাঁচতে রবিবার রাতে গ্রামবাসীরা এই মিছিল বের করেন। হাতে মশাল নিয়ে গোটা গ্রাম ছুটে বেড়ান তাঁরা। মাঝা মাঝেই স্লোগান দেন “ভাগ করোনা ভাগ”। গোটা গ্রাম ঘোরার পর তাঁরা জ্বলন্ত মশালগুলিকে গ্রামের বাইরে ছুড়ে ফেলে দেন। স্থানীয়দের বিশ্বাস, এই প্রথা অনুসরণ করলেই করোনা তাঁদের গ্রামে পা-ও রাখবে না।

গ্রামবাসীদের দাবি, বিগত কয়েকদিন ধরেই গণেশপুরা গ্রামে প্রতিদিনই কমপক্ষে একজনের মৃত্যু হচ্ছে। বহু বাসিন্দাদেরই জ্বর এসেছে। সেই কারণেই এই মিছিল করা হয়। রবিবারের মিছিলের পর নতুন করে কারোর অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি বলেই তাঁদের দাবি।

এর আগে গতবছর ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালের মুখেও শোনা গিয়েছিল “গো করোনা গো” স্লোগান। তাঁকে সঙ্গ দিয়েছিলেন চিনের কাউন্সিল জেনারেলও। এরপরই বিতর্কের ঝড় ওঠে। বছর ঘুরতেই যেখানে দৈনিক সংক্রমণ তিন লাখের গণ্ডি পার করেছে, সেখানে ফের একবার বিজ্ঞান নয়, অন্ধবিশ্বাসের নিদর্শনই দেখা গেল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*