কেন্দ্রীয় বাহিনীর গুলিতে জখম হওয়ার অভিযোগ, উত্তপ্ত অশোকনগর

Spread the love

ষষ্ঠ দফার ভোটে অগ্নিগর্ভ অশোকনগরের ট্যাংরা আদর্শ শিক্ষা নিকেতন চত্বর। বোমাবাজির পাশাপাশি পুলিশের গাড়িতে ভাঙচুরের অভিযোগ। একইসঙ্গে সিআরপিএফের বিরুদ্ধেও গুলি চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় দু’জন তৃণমূল কর্মী জখম হন বলেও শাসকদলের দাবি। তবে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে সিআরপিএফ কর্তারা।

অশোকনগর বিধানসভা কেন্দ্রের ট্যাংরা আদর্শ শিক্ষানিকেতনের ৭৯, ৭৯ এ, ৮০ ও ৮০এ বুথে ভোটগ্রহণ চলছিল। বেলা ১১টা নাগাদ সেখানে ভোটপর্ব দেখতে পৌঁছন বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী। তনুজার অভিযোগ, এরপরই শুরু হয় বোমাবাজি। বুথ থেকে ১০০ মিটার দূরত্বের মধ্যেই বোমার আওয়াজ শোনা যায়। অভিযুক্তরা পুলিশের বাসেও ভাঙচুর চালায় বলে অভিযোগ।

বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী বলেন, “আমাকে উদ্দেশ্য করেই এই হামলা চালানো হয়েছে। তৃণমূল এটা পরিকল্পিতভাবে করেছে।” তৃণমূল কর্মীদের আহত হওয়ার অভিযোগও মিথ্যা বলেই দাবি করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*