মহারাষ্ট্রের কোভিড হাসপাতালের অগ্নিকাণ্ড; দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রী, নাড্ডা, রাজনাথের

Spread the love

মহারাষ্ট্রের কোভিড হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৩ জন রোগীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করল প্রধানমন্ত্রীর দফতর। একইসঙ্গে নিহতদের নিকটাত্মীয় ও আহতদের আর্থিক ক্ষতিপূরণের ঘোষণাও করা হয়েছে পিএমও থেকে। 

এদিন পিএমও থেকে ট্যুইটে এই ঘটনার দুঃখপ্রকাশ করে বলা হয়, বিরারে কোভিড-১৯ হাসপাতালে অগ্নিকাণ্ড অত্যন্ত মর্মান্তিক। মৃতদের পরিবারকে সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন। 

শোকপ্রকাশের পাশাপাশি, ক্ষতিপূরণের ঘোষণাও করা হয় প্রধানমন্ত্রীর দফতর থেকে। বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

পিএমও-র পাশাপাশি, ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি ট্যুইটারে লেখেন, মহারাষ্ট্রের পালঘরে কোভিড হাসপাতালের অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় মর্মাহত। পরিবারগুলিকে সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্যলাভের জন্য প্রার্থনা। 
বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ট্যুইটে লেখেন, বিরারের হাসপাতালে আগুন লেগে রোগীমৃত্যুর খবর শুনে দুঃখ পেলাম। যাঁরা মারা গিয়েছেন, ঈশ্বর তাঁদের আত্মার শান্তি ও তাঁদের পরিবারকে এই কঠিন সময় শক্তি প্রদান করুন। একইসঙ্গে, আহতদের দ্রুত সুস্থ কামনাও করেন তিনি। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*