প্রয়াত নদিম-শ্রবণ সঙ্গীত পরিচালক জুটির শ্রবণ রাঠোর

Spread the love

প্রয়াত বিখ্যাত সংগীত পরিচালক শ্রবণ রাঠোর ৷ চার-পাঁচদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি ৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল ৷ এরপর গতকাল রাতে তাঁর মৃত্যু হয় ৷ তাঁর বয়স হয়েছিল ৬৬ ৷ নব্বইয়ের দশকে বলিউডে অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক জুটি হল নদিম-শ্রবণ ৷ সেই জুটিরই অঙ্গ শ্রবণ রাঠোর ৷

হাসপাতালে ভর্তি হওয়ার পর শ্রবণের বন্ধু তথা গীতিকার সমীর জানিয়েছিলেন যে, শ্রবণ ডায়াবেটিক ৷ আর তাঁর ফুসফুসের অবস্থা খুব খারাপ ৷ তাঁর হার্টেও সমস্যা রয়েছে ৷ সেইসঙ্গে করোনা আক্রান্ত হওয়ার পরই গত মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় ৷ এরপর গতকাল রাত সাড়ে নটা নাগাদ তাঁর মৃত্যু হয় ৷ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে সঞ্জীব রাঠোর ৷

তাঁর মৃত্যুতে সংগীত জগতে শোকের ছায়া ৷ শ্রেয়া ঘোষাল, আদনান স্বামী থেকে শুরু করে সংগীত পরিচালক প্রীতম, সেলিম মার্চেন্ট তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টুইটারে ৷সঙ্গীত পরিচালক প্রিতম টুইট করেন , ‘নদিম-শ্রবণ জুটির শ্রবণ আর নেই ৷ শুনে খুব খারাপ লাগছে ৷ কবে এই দুঃস্বপ্নের সমাপ্তি হবে? তাঁর পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই ৷’

নদিমকে সঙ্গে নিয়ে গত শতাব্দীর শেষ দশকে বলিউডে কার্যত রাজত্ব করেন শ্রবণ ৷ একের পর এক হিট গান তাঁদের পরিচালনায় তৈরি হয়েছে ৷ তাঁদের সুর করা গান যে সিনেমাগুলিতে ব্যবহার হয়েছে, সেই সিনেমাগুলিও জনপ্রিয় হয়েছিল ৷ সেই তালিকায় রয়েছে – সাজন, দিওয়ানা, পরদেশ, আশিকী ইত্যাদি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*