বীরভূমে ভোটের আগে অনুব্রত মণ্ডলকে আয়করের নোটিস। অনুব্রত মণ্ডলের চারজন আত্মীয়কেও নোটিস দেওয়া হয়েছে। চাওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তির তথ্য।
আয়কর দফতর সূত্রে খবর, গত মাসে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নিজের ও আত্মীয়দের নামে বেনামী সম্পত্তি বানানোর অভিযোগ জমা পড়ে। এরপরেই আয়কর দফতরের আধিকারিকরা তদন্ত শুরু করেন। এক সপ্তাহের মধ্যে তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
গত মাসে অভিযোগ জমা পড়ে, পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়া এলাকায় নিজের ও পরিবারের আত্মীয়দের নামে বেনামি সম্পত্তি বানিয়ে রেখেছেন অনুব্রত মণ্ডল। যে অভিযোগ পেয়েই প্রাথমিকভাবে আয়কর দফতরের আধিকারিকরা তদন্ত শুরু করেন।
Be the first to comment