‘ক্ষমতায় এলেই বাংলায় সকলকে বিনামূল্যে ভ্যাকসিন’, প্রতিশ্রুতি বিজেপির

Spread the love

করোনা ভ্যাকসিন নিয়ে এবার ভোটের বাংলায় বড় প্রতিশ্রুতি দিল বিজেপি। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বলে ঘোষণা করল বিজেপি। বঙ্গ বিজেপি-র টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সহকারে একটি পোস্ট টুইট করা হয়। ওই টুইটে লেখা করা হয়েছে, ‘পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই Covid 19 Vaccine প্রত্যেককে বিনামূল্যে সরবরাহ করা হবে।’

বাংলায় এখনও বিধানসভা নির্বাচন শেষ হয়নি। আরও দু’দফার ভোট বাকি রয়েছে। তার মধ্যেই করোনা ভ্যাকসিন নিয়ে যে প্রতিশ্রুতি দিল পদ্ম শিবির, তা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামী ৫ মে বাংলায় সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। তৃণমূলনেত্রীর পর এদিন ফ্রিতে ভ্যাকসিন দেওয়ার কথা যেভাবে ঘোষণা করল বিজেপি, তা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

এদিকে, জটিল থেকে জটিলতর হচ্ছে বাংলার করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৪৮ জন, মৃত্যু হয়েছে ৫৬ জনের। এই মুহূর্তে রাজ্য সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৭৯৮ জন। সবমিলিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।রাজ্যের মধ্যে সবথেকে ভয়াবহ অবস্থা কলকাতার। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৪৬ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। কলকাতার পরেই সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সংশ্লিষ্ট জেলায় বিগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৭২ জন, মৃত্যু হয়েছে ১৩ জনের। ২২ এপ্রিল পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৯০৪ জন, মৃত্যু হয়েছে ১০ হাজার ৭৬৬ জনের। আশঙ্কাজনকভাবে কমছে সুস্থতার হারও। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৮.৬৫ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*