দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় — এই পাঁচ রাজ্য থেকে পশ্চিমবঙ্গের বিমানে ওঠার আগে প্রত্যেক যাত্রীকে আরটিপিসিআর টেস্ট এবং কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হল। অন্যথায় রাজ্যের মাটিতে তিনি নামতে পারবেন না বিমানযাত্রীরা৷ শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।
এই মুহূর্তে রাজ্যে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। প্রতিদিন নিয়ম করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পাঁচ রাজ্যে করোনা ছবি আরও ভয়াবহ। এমতাবস্থায় এই সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন।একই সঙ্গে এই রিপোর্টে আরও জানানো হয়েছে, একই ধরনের বিজ্ঞপ্তি জারি হয়েছে মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক ও তেলাঙ্গানা থেকে আসা যাত্রীদের জন্য।
উভয় ক্ষেত্রেই যাত্রীদের বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর টেস্ট এবং করোনা নেগেটিভ রিপোর্ট জমা করতে হবে। তবেই এই রাজ্যগুলোর যাত্রীরা বাংলায় আসার বিমানে ওঠার অনুমতি পাবেন।
Be the first to comment