ভোটের আগে উত্তপ্ত তপসিয়া, রাস্তায় ফেলে বিজেপি নেত্রীকে মারধর

Spread the love

ভোটের মুখে তপ্ত তপসিয়া। নির্বাচনকে সামনে রেখে ভোটের স্লিপ বিলি করার সময় এন্টালি বিধানসভা কেন্দ্রের এক মহিলা বিজেপি নেত্রীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। বাধা দিতে গেলে অন্য বিজেপি কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের তরফে বক্তব্য মেলেনি। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় তপসিয়া থানার পুলিশ।

২৯ এপ্রিল শেষ দফায় ভোটগ্রহণ এন্টালি বিধানসভা কেন্দ্রে। তপসিয়ার বামনিয়ায় শুক্রবার রাতে বিজেপির কর্মী-সমর্থকরা ভোটের স্লিপ বিলি করছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূলের কিছু কর্মী এলাকা দিয়ে যাচ্ছিলেন। বিজেপি কর্মীদের স্লিপ বিলি করতে দেখে উত্যক্ত করেন।

এরপরই রাস্তায় ফেলে এক বিজেপি নেত্রীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধর করা হয় তাঁর সঙ্গে থাকা অন্যান্য বিজেপি কর্মীদেরও। ঘটনাকে কেন্দ্র কে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। পৌঁছয় পুলিশ। যদিও তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছে।

পাল্টা শাসকদলের দাবি, বিজেপির কর্মী-সমর্থকরা স্লিপ বিলি করার সময় বেছে বেছে তৃণমূলের লোকজনকে তা দিতে চায়। এদিকে তাঁরা তা নিতে অস্বীকার করায় গালিগালাজ শুরু করেন। পরে মারধরও করা হয় বলে তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে। দুই পক্ষই তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*