বিনামূল্যেই ভ্যাকসিন দেবে কেন্দ্রীয় সরকার, নিয়ম অপরিবর্তিত থাকছে

Spread the love

দেশে করোনা সংক্রমণ ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেই করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। স্রেফ একদিনে ২ হাজার ৬২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে মারণ ভাইরাস।

সংক্রমণের এই ভয়াবহতা রুখতে টিকাকরণের ওপর ভরসা করছে কেন্দ্র। তাই সকলের কাছে করোনা প্রতিষেধক পৌঁছে দিতে পয়লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু টিকার দামের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্য, বেসরকারি হাসপাতাল ও কেন্দ্রের ক্ষেত্রে টিকার মূল্য ভিন্ন।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কেন্দ্রীয় সরকার দুই ভ্যাকসিন নির্মাতা অর্থাৎ সেরাম ও ভারত বায়োটেকের কাছ থেকে ১৫০ টাকা ডোজ় প্রতিই টিকা কিনবে। তবে রাজ্য কোভিশিল্ডের একই ভ্যাকসিন পাবে ৪০০ টাকা প্রতি ডোজ ও বেসরকারি হাসপাতালগুলি ভ্যাকসিন পাবে ৬০০ টাকা প্রতি ডোজ। সেই মতো রাজ্যের হাতে বিনামূল্যেই ভ্যাকসিন তুলে দেবে কেন্দ্র।

তবে কেন্দ্রীয় সরকার এখনই ১৮ বছরের ঊর্ধ্বদের কেন্দ্রীয় সরকারি ভ্যাকসিনেশন সেন্টারে টিকা দেওয়ার কোনও ঘোষণা করেনি। সেখানে আপাতত করোনা টিকা পাবেন চিকিৎসক, প্রথম সারির যোদ্ধা ও ৪৫ ঊর্ধ্বরা।

রাজ্যের জন্য ভিন্ন দাম নির্ধারিত হওয়ায়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে বিরোধীরা। যদিও এই দাম নির্ধারণ করেছে ভ্যাকসিন নির্মাতা সংস্থাগুলি। তৃতীয় দফার টিকাকরণে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছিল, নির্মাতা সংস্থাগুলি যা উৎপাদন করবে তার ৫০ শতাংশ দিতে হবে কেন্দ্রকে। বাকি ৫০ শতাংশের মধ্য থেকে ভ্যাকসিন পাবে বেসরকারি হাসপাতাল ও রাজ্যগুলি। সেই মতো ভ্যাকসিন নির্মাতা সংস্থাগুলিকে ভ্যাকসিনের দাম ঘোষণা করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। তারপরই তিন ধরনের দাম ঘোষণা করে আদর পুনাওয়ালার সেরাম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*