ইতিহাসে প্রথমবার প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে সুইজারল্যান্ডের বরফের উপর কোনো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টে বিশ্বের স্বনামধন্য প্রাক্তন ক্রিকেটাররা অংশগ্রহন করবেন। তাঁদের মধ্যে আছেন ভারতের প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান বিরেন্দ্র সেওয়াগ। আগামী ৮-৯ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে মোরিটজ আইস ক্রিকেট টুর্নামেন্ট। এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে বিশ্বক্রিকেটের অনেক প্রাক্তন ক্রিকেটাররা। বিরেন্দ্র সেওয়াগ ছাড়াও খেলবেন মাহেলা জয়াবর্ধনে, শোয়েব আখতার, মাইক হাসি, লাসিথ মালিঙ্গাদের মতো প্রাক্তনরা। এছাড়াও তাঁদের সঙ্গে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ ও অলরাউন্ডার জ্যাক ক্যালিস। সুইজারল্যান্ডের মোরিটজ রিসোর্টে বরফের উপর কার্পেট বিছিয়ে এই টুর্নামেন্ট হবে। টুর্নামেন্টে এই সকল প্রাক্তনদের দুটো দলে ভাগ করা হয়েছে। ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের প্রাক্তনরা খেলবেন রয়্যালস একাদশে। আর ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তনরা খেলবেন বদরুত’স প্যালেস ডাইমন্ড একাদশের হয়ে।
Be the first to comment