দেশে গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ২ হাজার ৭৬৭ জন। পরিস্থিতি ভয়াবহ। এই অবস্থায় রবিবার ‘মন কি বাত’ কর্মসূচি থেকে দেশবাসীর জন্য বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
করোনা নিয়ে কোনও ভুয়ো তথ্য থেকে দূরে থাকার জন্য আবেদন জানিয়েছেন তিনি। এদিন বেলা ১১টার সময় ‘মন কি বাত’ রেডিয়ো অনুষ্ঠান শুরু করেন মোদী। এর আগে শেষবারের মতো ২৮ মার্চ ‘মন কি বাত’ করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের দৈনিক সংক্রমণ যখন ৩ লাখের উপরে তখন করোনা নিয়ে দেশবাসীকে বিশেষ বার্তা দেবেন মোদী, মনে করা হচ্ছিল এমনটাই।
এদিন নিজের বক্তব্যের শুরুতেই তিনি বলেন, করোনা ভাইরাসের প্রথম ঢেউ সফলভাবেই সামলাতে পেরেছিল দেশ। কিন্তু দ্বিতীয় ঢেউ গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। করোনাভাইরাস আমাদের সকলের ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা নিচ্ছে। এই পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যেভাবে কাজ করছেন তা প্রশংসনীয়।
Be the first to comment