দেশের বিভিন্ন হাসপাতালে ৫৫১টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট বসানোর অনুমোদন দিল পিএম কেয়ার্স ফান্ড

Spread the love

দেশজুড়ে অক্সিজেনের তীব্র সংকটের পর গোটা দেশের বিভিন্ন হাসপাতালে ৫৫১টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট বসানোর অনুমোদন দিল পিএম কেয়ার্স ফান্ড। অক্সিজেনের জন্য বেশ কয়েকটি রাজ্যে হাহাকার চলছে৷ পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে হাসপাতালগুলিকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহে সবরকম পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তার পরই এই পদক্ষেপ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে৷

ইতিমধ্যেই আগামী তিন মাস বিদেশ থেকে করোনার প্রতিষেধক আনার ক্ষেত্রে আমদানি শুল্ক মকুব করারও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ মেডিক্যাল অক্সিজেন এবং তার ব্যবহারের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের উপরেও প্রাথমিক আমদানি শুল্ক এবং সেস তিন মাসের জন্য মকুব করেছে কেন্দ্র৷

দেশজুড়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জেলা সদরের বাছাই করা সরকারি হাসপাতালগুলিতে এই প্রেসার স্যুইং অ্যাডসর্পশন মেডিক্যাল অক্সিজেন জেনারেশন প্ল্যান্টগুলি বসানো হবে৷ প্ল্যান্ট বসানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফেই কেনা হবে৷ প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যত দ্রুত সম্ভব এই অক্সিজেন প্ল্যান্টগুলি চালু করে দিতে হবে৷ এর ফলে জেলা স্তরে অক্সিজেন সরবরাহের ঘাটতি অনেকটাই মিটবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*