গত ৫ বছরে রাজ্যে ৫ হাজার কোটি টাকার রেশন দুর্নীতির অভিযোগ করল বিজেপি । বিদায়ী খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে চাল সংগ্রহ ও বণ্টনে দুর্নীতির অভিযোগ করলেন বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
তিনি বলেন ‘কৃষকরা ধানের উৎপাদনমূল্য পাননি। গরিবরা চাল পাননি। এই দুর্নীতিতে জড়িত মমতার ঘনিষ্ঠ মন্ত্রী।’ তিনি আরোও বলেন,”ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে বিভিন্ন সোসাইটি ও স্বনির্ভর গোষ্ঠীগুলি। কত জন কৃষকের কাছ থেকে ধান কেনা হয়েছে, তার কোনও তালিকা নেই রাজ্যের কাছে। তার পর আমরা জানতে চাই, কত টাকা চেকে দেওয়া হয়েছে? ধান কেনা হয়েছে নগদে। প্রধানমন্ত্রী কৃষান সম্মান নিধি যোজনায় এই জন্য তালিকা দিতে পারেনি রাজ্য। এই শস্য গরিবদের কাছে পৌঁছয়নি।”
Be the first to comment